Home » ওমরাহ ভিসা দুই মাসের জন্য বন্ধ বাংলাদেশীদের জন্য

ওমরাহ ভিসা দুই মাসের জন্য বন্ধ বাংলাদেশীদের জন্য

সৌদি আরবে ওমরাহ করতে গেলে তখন জানা যায় ইসলাম সম্মন্দে যে আমরা অনেক পিছিয়ে আছি ওখানকার নিয়ম কানুন ইসলামিক কর্মকান্ড বাংলাদেশ থেকে ভিন্ন যেমন ওখানে নামাজের নিয়ত বাধার পর হাত নাভির উপরে বাঁধতে হয় আর আমরা নাভির নিচে, ওখানে প্রতিটি তালিম দেয়া হয় সুক্ষ এবং মাদুর্য ভাবে ওখানে আল্লাহর ঘর একদম সরাসরি কাছ থেকে দেখতে পারা যায় মদিনা মোনাওয়ার নবীজির রওজা মোবারাক জেয়ারত করা যায় এমনকি ওমরাহ করতে গিয়ে মানুষ অনেক বিপদে ও পরে যেমন কেউ পথ হারিয়ে ফেলে তখন তার আত্মীয় স্বজন বিপাকে পরে খোঁজতে থাকে খোঁজতে খোঁজতে পায় না এতে করে একে তো সবাই হেস্তনেস্ত হয় দ্বিতীয়ত ওমরাহ ও হয় না আবার এরকম ও আছে যে থাকার ভালো জায়গা পায়না খাওয়া দাওয়া ভালো ভাবে করতে পারে না ওমরাহ করতে গিয়ে এরকম অসংখ শোচনীয় ঘটনায় পড়তে হয় মানুষ কে বাংলাদেশ থেকে বিভিন্ন সময় মানুষ ওমরাহ করতে যায় সৌদি আরবে ওমরাহ করতে গেলে ভিসা লাগে তার জন্য করণীয় হচ্ছে ভিসা প্রসেসিং করতে হলে বিভিন্ন ট্রাভেল এজেন্সীর সরণাপর্ণ হয়ে ওমরাহ ভিসা প্রয়াগ করতে হয় কিন্তু হটাৎ শোনা যায় ওমরাহ ভিসা দুই মাসের জন্য বন্ধ হয়ে গেলো এই পরিস্থিতিতে সকলের ভিতর একটা টেনশন কাজ করছিলো